২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে তিনদফা দাবি আদায়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
স্মাট বাংলাদেশ বির্নিমানে সহায়ক কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও শিক্ষার্থীদের কারিগরিমূখি করাসহ সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিবিএস পাস সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ এর জেনারেটর জেলা শাখার আয়োজনে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন ও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধায় ঝিনাইদহ আইডিইবি এর জেলা কার্যালয়ে এক আলোচনা সভায় এ দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা হয়। সাংবাদিক সম্মেলন ও আন্দোলনের কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আইডিইবি এর সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াসিন আলী এবং সভা পরিচালনা করেন আইডিইবির সাধারণ সম্পাদক মুন্সী মোঃ আবু জাফর।আলোচনা সভাই উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম শেলিসহ আইডিইবি এর গণ্যমান্য ব্যক্তিসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়