২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

মাইকেল মধুসূদন দত্তের জন্ম স্থান সাগরদাঁড়িকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করতে সেমিনার

আব্দুল মোমিন, কেশবপুর
যশোরের কেশবপুর সাগরদাঁড়ি মহা কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম স্থান সাগরদাঁড়িকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করতে সেমিনার অনুষ্ঠিত হয়। সাগরদাঁড়ি মহা কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত স্থান ও স্থাপনা সমূহ সংরক্ষণ সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার ৪জুন সকাল ১০ টায় সাগরদাঁড়ি মিউজিয়ামে। অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব বরিশালের সহকারী কাস্টোডিয়া আরিফুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহা কবি মাইকেল মধুসূদন দত্ত মিউজিয়ামের কাস্টোডিয়া পরিচালক মোঃ হাসানুজ্জামান হাসান। অনুষ্ঠানে বক্তারা মহা কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি চারণ করতে যেয়ে বলেন মহা কবি মাইকেল কেশবপুরের কপোতাক্ষ নদপারের সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি রাজনারায়ণ দত্ত ও জাহ্নবী দেবীর ঘরে জন্ম নেন।
বক্তারা বলেন, মহাকবির এই জন্ম স্থান আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা,থাকার ব্যবস্থা করা সহ কবির জন্ম স্থানকে আকাশ সনীয় করে তুলতে সংস্কার করা পাশাপাশি সকলের দাবি একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার দাবীর গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলি ইয়াসমিন,প্রধান আলোচক কবি খন্দকার খসরু পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম ফেরদৌস সহকারী পরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগ আরও উপস্থিত ছিলেন কাস্টোডিয়া বাগেরহাট জাদুঘর মোঃ যায়েদ, কাস্টোডিয়া রবীন্দ্র কুঁটিবাড়ি শিলাইদহ কুষ্টিয়া, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ফিল্ড অফিসার খুলনা ও বরিশাল বিভাগের মোসাঃ আইরিন পারভীন প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়