প্রতিদিনের ডেস্ক॥
কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ডিপফেক ভিডিও। অনেক সময়েই ভিডিওটি আসল না নকল, তা বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী অনন্যা পান্ডে। চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে তার ছবি ‘কন্ট্রোল’। যেখানে রয়েছে মানুষের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এটা খুবই ভয়ের বিষয়। তারকা হিসেবে আমাদের ছবি এবং কণ্ঠস্বর সহজেই পাওয়া যায়। জানি না কতোটা সুরক্ষিত থাকতে পারবো।