সোহেল আহমেদ, কালিগঞ্জ
কালিগঞ্জ ফার্স্ট ক্লাস পৌরসভায় থার্ডক্লাস সেবা শিরোনামি দৈনিক প্রতিদিনের কথা পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় দক্ষিণবঙ্গের মধ্যে অন্যতম ঝিনাইদহের কালিগঞ্জ প্রথম শ্রেণীর পৌরসভা কর্তৃপক্ষরে টনক নড়েছে। কালিগঞ্জ পৌরসভায় হাজারো দুর্ভোগের মধ্যে অন্যতম কালিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ীর সামনে অল্প বৃষ্টিতে হাঁটু পানি জমে যায়। এতে মানুষের চলাচলে চরম অসুবিধার খবর তুলে ধরায় পৌর কর্তৃপক্ষ ওই স্থানে খোয়া বালি দিয়ে রুলার করে চলাচলের উপযোগী করে তুলেছেন। তাছাড়া ফয়লা মাস্টার পাড়া, ফয়লা গোরস্থান পাড়ায় সামান্য বৃষ্টি হলে নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয় খবর পত্রিকায় প্রকাশ হওয়ায় পৌর কর্তৃপক্ষ এসব এলাকায় কাজ শুরু করেছে।

