রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ার বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খুন হওয়া কৃষক জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখের জানাযার নামাজর শেষে দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাহিরপাড়া নূরানী হাফেজিয়া মাদ্রসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে তাদেরকে গ্রামের সার্বজনিন কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, গত বুধবার সকালে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ একটি বিরোধপূর্ণ জমিতে কাজ করার সময় প্রতপক্ষ কওছার শেখের লোকজন ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর ও নাহিদকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই পিতা জাহাঙ্গীর শেখ মারা যান এবং গুরতর আহত ছেলে নাহিদকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, জোড়া হত্যার ঘটনায় থানায় এখনও কোন মামলা হয়নি।তবে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যাকান্ডে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।

