১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কেশবপুরে জামায়াতের মেয়র প্রার্থীর নাম ঘোষণা

মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুরে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক কর্মিসভায় মেয়র প্রার্থী হিসেবে পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেনের নাম ঘোষণা করা হয়।
জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে জাকির হোসেনের নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী। পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন কেশবপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অফিস পাড়া এলাকার বাসিন্দা। তিনি কেশবপুর পৌর কারিগরি ও বাণিজ্য কলেজে ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়