১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সংসদীয় আসন কমানোর প্রতিবাদে উত্তাল বাগেরহাট

কারুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের প্রতিবাদে জেলা সদরসহ সকল উপজেলা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। শনিবার (২ আগষ্ট) বিকেলে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খুলনা বাগেরহাট মহাসড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাবেশ শেষে নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। এর আগে সকালে বিএনপি-জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সর্বদলীয় ব্যানারে অনুরূপ সভা-সমাবেশ করেন। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিতে এক প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন, জেলা ইমাম সমিতির সাধারাণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আরেফী, জেল যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, খেলাফত মজলিসের সভাপতি আমিরুল ইসলাম সিদ্দিকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এস এম সাদ্দাম ও এনসিপির আহবায়ক মোর্শেদ আনোয়ার সোহেল প্রমুখ। বক্তারা বলেন, যদি না বুঝে করে থাকেন তাহলে আমরা দাবি জানালাম, আপনারা আমাদের দাবি মেনে নিয়ে বাগেরহাটের ৩ আসনের প্রস্তাবকে বাতিল করে দিয়ে চারটি আসনে পুনর্বহাল করবেন। গড়িমসি করলে বাগেরহাটের ১৮ লাখ মানুষ মেনে নেবে না। জন্মলগ্ন থেকে বাগেরহাটে চারটি আসন। একটি আসন কমিয়ে তিনটি আসন করাটা খুবই অযৌক্তিক। এই প্রস্তাব দেওয়ার আগে জেলার রাজনীতিবিদ ও সাধারণ মানুষের সাথে কথা বলেনি। আজকে শান্তিপূর্ণ মিছিল করেছি। আগামীকালও আমরা মিছিল করব। জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এরপরেও যদি নির্বাচন কমিশন তাদের প্রস্তাব থেকে ফিরে না আসে, তাহলে আরও কঠোর আন্দোলন করা হবে। প্রয়োজনে সারা দেশ থেকে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে ঘোষনা দেন বক্তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়