নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার সাগরপুর গ্রামে একটি পোল্ট্রি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সোয়া দুটোর দিকে আপিল ফার্মের ভিতরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পোল্ট্রি ফার্মের গোডাউন ও বিভিন্ন যন্ত্রপাতিতে ছড়িয়ে পড়ে। ফার্মের রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কোম্পানির ডিরেক্টর, মানব বিভাগ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো মামলা বা জিডি হয়নি বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ডিউটি অফিসার।

