১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

৪১ বছর বয়সি নার্সের গর্ভে বিরল অবস্থায় জন্ম নিল শিশু

প্রতিদিনের ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে বিরল অবস্থায় জন্ম নিল একটি ছেলেশিশু। তার নাম রাখা হয়েছে রিউ। শিশুটির মা ৪১ বছর বয়সি সুজে লোপেজ। পেশায় তিনি একজন নার্স। রিউ জন্ম নেওয়ার আগে তার গর্ভধারণ মায়ের জরায়ুর বাইরে বড় হয়েছিল এবং একটি বাস্কেটবল আকারের ওভারিয়ান সিস্টের মধ্যে লুকানো ছিল। এই ধরনের অবস্থার জন্ম সাধারণত খুবই বিরল এবং ডাক্তাররা বলছেন, তারা এই কেসটি চিকিৎসা জার্নালে প্রকাশ করার পরিকল্পনা করছেন। সাধারণত প্রতি ৩০ হাজার গর্ভধারণের মধ্যে মাত্র একটি গর্ভ জরায়ুর পরিবর্তে পেটে বিকাশ লাভ করে। সিডার্স-সিনাই হাসপাতালের লেবার ও ডেলিভারি বিভাগের মেডিকেল ডিরেক্টর ড. জন ওজিমেক বলেন, যে গর্ভগুলো পূর্ণ মেয়াদ পর্যন্ত পৌঁছায়, তা প্রায় শোনারও নয় – এক মিলিয়নের চেয়ে কম সম্ভবনা। লোপেজ গর্ভবতী ছিলেন তা জন্মের কয়েক দিন আগে পর্যন্ত জানতে পারেননি। বছরের শুরুতে যখন তার পেট বড় হতে শুরু করে, তখন তিনি ভেবেছিলেন এটি তার ওভারিয়ান সিস্ট বড় হচ্ছে। তিনি কখনো গর্ভধারণের সাধারণ উপসর্গ যেমন সকালে বমি ভাব বা শিশুর লাথি অনুভব করেননি। মাসের পর মাস তিনি এবং তার স্বামী এন্ড্রু লোপেজ স্বাভাবিক জীবনযাপন করছিলেন। কিন্তু ধীরে ধীরে পেটে ব্যথা ও চাপ বেড়ে গেলে লোপেজ ভাবলেন ২২ পাউন্ড (১০ কেজি) ওজনের সিস্ট অপসারণের সময় এসেছে। সিস্ট অপসারণের আগে সিটি স্ক্যানের জন্য গর্ভধারণ পরীক্ষা করা হয় এবং তা আশ্চর্যজনকভাবে পজিটিভ আসে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়