৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

কবিতা: কুয়াশার শহরে

সাইমা বিভা
উত্তুরে হাওয়া জানে না কোনো ট্রাফিক সিগন্যাল,
জানালার কাচ ভেদ করে সে ছুঁয়ে দেয় মধ্যবিত্তের দালান।
শহরের পিচঢালা পথে যখন নামে কুয়াশার ভারী পর্দা,
তখন ফুটপাতে শুয়ে থাকা জীর্ণ চাদরটা
স্বপ্ন দেখে একটা আস্ত সূর্যের।
লেপের নিচে গুটিসুটি মেরে যারা সুখ খুঁজি,
কফির মগে ঝড় তুলে বলি, ‘কী দারুণ ওয়েদার!’
তারা জানি না, ওপারের ওই ফ্লাইওভারের নিচে,
শীত মানে বেঁচে থাকার অঘোষিত যুদ্ধ,
শীত মানে মায়ের আঁচলে জমে থাকা শেষ উষ্ণতার নাম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়