প্রতিদিনের ডেস্ক
চীনের অন্যতম বড় বিয়ের পোশাকের বাজার সুঝোর হুকিউ ব্রাইডাল সিটির বিক্রেতারা আশা করছেন, চলতি বছরও দেশে বিয়ের ইতিবাচক ধারা বজায় থাকবে। ২০২৫ সালের প্রথম নয় মাসে বিয়ের সংখ্যা বাড়ায় জনসংখ্যা কমে যাওয়ার উদ্বেগের মধ্যেও এটিকে একটি আশার দিক হিসেবে দেখা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর চীনের জন্মহার রেকর্ড সর্বনিম্নে নেমেছে এবং টানা চতুর্থ বছর মোট জনসংখ্যা কমেছে। বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে, নীতিগত পরিবর্তন ও কিছু অনুকূল সামাজিক কারণে ২০২৫ সালের প্রথম নয় মাসে বিয়ের হার ৮.৫ শতাংশ বেড়েছে। এর ফলে এক দশকের বেশি সময় ধরে চলা বার্ষিক বিয়ের নিম্নমুখী প্রবণতা থামার সম্ভাবনা তৈরি হয়েছে। লুই ব্রাইডালের সহমালিক চেন জুয়ান জানান, তাদের দোকানে বিয়ের পোশাকের দাম সাধারণত ১ হাজার ইউয়ান (প্রায় ১৪৪ ডলার) থেকে শুরু করে ৪ হাজার ইউয়ান পর্যন্ত। তিনি বলেন, ২০২৪ সালকে অনেকেই বিয়ের জন্য অশুভ বছর মনে করায় সে বছর বিয়ে কম হয়েছিল। ফলে অনেক দম্পতি বিয়ে পিছিয়ে ২০২৫ সালে করেছেন। হুকিউ ব্রাইডাল সিটিতে ৮০০টির বেশি দোকান রয়েছে, যেখানে সাদা টাফেটা, সিল্ক ও জরির বিয়ের পোশাক পাওয়া যায়। বিক্রেতাদের মতে, ২০২৫ সালের মে মাসে দেশজুড়ে নীতিতে পরিবর্তন এনে দম্পতিদের নিজ এলাকার বাইরে চীনের যেকোনো জায়গায় বিয়ে নিবন্ধনের সুযোগ দেওয়াও বিয়ের সংখ্যা বাড়াতে সাহায্য করেছে।-সূত্র : রয়টার্স

