১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির ওপর হামলার মামলায় আসামি ৫

নিজস্ব প্রতিবেদক
যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাকিব হোসেনকে (২২) মারপিট ও চুরিকাঘাতে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। সাকিব চচড়া চেকপোস্ট এলাকার মুজিবুর রহমানের ছেলে। আসামিরা হলো, চঁাচড়া পশ্চিমপাড়ার আকবরের ছেলে খলিল আহমেদ (৩৫), নজরুল ইসলামের ছেলে শামীম হোসেন (২৬), রফিকুল ইসলাম (৪৮) ও তার ছেলে হামিম (লাল চান) (১৮) এবং একই এলাকার শহিদুল ইসলাম (৪৮)। এজাহারে তিনি উল্লেখ করেছেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হওয়ার কারনে ছাত্রলীগ নেতা খলিল ও শামীমের সাথে বিরোধ তৈরী হয়। সে করনে তারা বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল। গত ৩ এপ্রিল রাত নয়টার দিকে তিনি চঁাচড়া পশ্চিমপাড়ায় গেলে আসামিরা তার ওপর হামলা চালায়। তার সাথে সহকমর্ী ফরহাদ ও আপন ছিলো। তাদেরও লাঠি দিয়ে মারপিট করে। চাকু দিয়ে আঘাত করে জখম করে। গলাচেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। সে সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে মামলা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়