১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন : যশোরে তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস

সৈকত হোসেন
কদিন ধরে যশোরে টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। রোববার দুপুর ৩ টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবারও একই তাপমাত্রা ছিল। আগে গতপরশু যশোরে তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে তীব্র তাপদহ চলছে অভিমত আবহাওয়া অফিসের।গত ৪-৫ দিন ধরে যশোরে গরমের তীব্রতায় বেড়েই চলেছে। তাপমাত্রা গতকালের সাথে আজ স্থির থাকলেও মোবাইল অ্যাপস জানাচ্ছে অনুভূত তাপমাত্রা ৪৭ ডিগ্রির সমান। রোববার দেশের সর্বচ্চো তাপমাত্রা চুয়াডাঙ্গায়, এর পরিমাণ ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র তাপদহের সাথে যুক্ত হয়েছে বাতাস না থাকা। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। প্রকৃতিতে বাতাস না থাকাায় অবস্থা আরো খারাপ। সকাল থেকেই গনগনে সূর্য় যেনো আগুন ঢালছে মাথার উপর। আর যারা মাঠে বা রাস্তায় চলাচল করছে তারা তাপ বিকিরণের আরো কবলে পড়ছে। একটু ঠাণ্ড বা শীতলতার আশায় মানুষ গাছতলায় বা ছায়ায়ুক্ত স্থান খুঁজছে। এদিকে তীব্র দাপদহে ভোগান্তিতে পড়েছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ। গরমে তারা মাঠে কাজ করতে পারছে না আবার যারা ভ্যান রিক্সা চালিয়ে জীবন-সংসার চালায় তারাও পরিশ্রম করতে গিয়ে হাঁফিয়ে উঠছে। ঢাকা ও যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া অফিস জানিয়েছে ব্যারোমিটারে তাপমাত্রার পারদ প্রতিনিয়ই উর্ধ্বমুখি হচ্ছে। বেলা ১১ টার পর সূর্য যেন আবারো অগ্নিবর্ষণ শুরু করে। এই অবস্থা চলতে পারে কাল পর্যন্ত। আগামীকাল বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়