১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরের বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু ট্রাক্টর জব্দ

নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্য হয়েছে। রোববার দুপুরে যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের বেনাপোল ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে বলে জানান নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান। নিহত ইসমাইল হোসেন (১৭) যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন হোসেনের ছেলে।সে বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থিত সাদ্দাম হোসেনের মোটরসাইকেল গ্যারেজের একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিল। ওসি বলেন, নিহত ইসমাইল বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে তার কর্মক্ষেত্র গ্যারেজে যাচ্ছিলেন।বেনাপোল ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌছালে বেনাপোল বাজার থেকে যশোর অভিমুখী ধানবোঝাই একটি ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি তাকে ধাক্কা দেয়।এসময় সাইকেল আরোহী ইসমাইল মারাত্মক ভাবে আহত হয়। বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামী বলেন,ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দূর্ঘটনায় মারাত্মক আহত ইসমাইলকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। রোকনুজ্জামান বলেন,দূর্ঘটনা ঘটার পরপরই ট্রাক্টর চালক পালিয়েছে।ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়