১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

আলমডাঙ্গায় ট্রাকচাপায় প্রাণ গেলো জামায়াত নেতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আব্দুর রহিমের (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহিম আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের বাসিন্দা এবং হাউসপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি। তিনি ওই গ্রামের মৃত মেসের আলীর ছেলে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, শনিবার সকালে আব্দুর রহিম মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি, কুষ্টিয়ার নানদিয়া হারুলিয়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে আলমডাঙ্গা উপজেলার ডাম্বলপুর মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

 

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়