১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোর জেলা কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
১৯ জুন কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ যশোর জেলার এক প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) স্মারকলিপি টি গ্রহন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক মিজানুর রহমান, জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, বাংলাদেশ খেতমজুর কৃষক ফ্রন্টের শাহজান আলী, বাংলাদেশ কৃষক সমিতির এড আমিনুর রহমান হিরু, বাংলাদেশ খেতমজুর কৃষক ফ্রন্টের হাচিনুর রহমান, বাংলাদেশ কৃষক সমিতির নেতা ইঞ্জিনিয়ার আবু হাসান, বাংলাদেশ খেতমজুর কৃষক ফ্রন্টের নেতা উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। স্মারকলিপিতে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, ২৮ এপ্রিল শিলাবৃষ্টি ও ঝড়ে জেলার চৌগাছা উপজেলার ১২ টি ডিপ টিউবওয়েলের অধিনস্থ জমিরসহ অন্যান জমির ফসল (ধান) ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের ফসলের ব্যাপক ক্ষতি হয়। আমরা ২৯ এপ্রিল জেলা প্রশাসকের নিকট ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করি। ৪ মে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা জেলা প্রশাসকের নিকট ও ৮ মে কৃষি সম্প্রসারণ দফতরে জমা দিই। ২৫ মে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি প্রদান করি। দুঃখের বিষয় ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য প্রদান কৃত ক্ষয়রাতি চাল এই কৃষকদের মাঝে বিতরন করা হয়। কৃষক হতদরিদ্র ভিক্ষুক নয়। তাঁরা দেশের মানুষের খাদ্য উৎপাদন করে। তাঁদের সাথে এরূপ আচারণ দুঃখজনক ও নিন্দনীয়। তার উপর তালিকার সকল কৃষক পায় নাই। তালিকা নিয়ে চৌগাছা উপজেলা প্রশাসন নয় ছয় করছে। যা নিয়ে এলাকার কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা অবিলম্বে ক্ষতিগ্রস্ত যে সকল কৃষক সহায়তা পায় নাই, তাঁদের উক্ত সহায়তা প্রদান করার দাবি জানাচ্ছি। একই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ফসল (ধান) চাষের জন্য সর্বপ্রকার সহায়তা প্রদান করা সহ কৃষক খেতমজুর দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার জোর দাবি জানাচ্ছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়