নিজস্ব প্রতিবেদক
যশোরের কারবালা কবরস্থানে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এক আবেগঘন পরিবেশে সাবেক যুবদল নেতা আশিকুর রহমান আকুলের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং রাজপথে প্রাণ হারানো এক তরুণ রাজনীতিকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নেতাকর্মীরা যেন রাজনীতির নৈতিক দিক পুনর্বিবেচনার বার্তাও দিয়েছেন। আয়োজনে অংশগ্রহণ করেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী। শহীদ আকুলের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, “আকুল ছিলেন রাজপথের সাহসী সৈনিক। আজকের তরুণদের তার মতো আদর্শবান হতে হবে।” খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “তরুণ নেতৃত্ব নির্মূলের রাজনীতি বন্ধ করতে হবে, আকুলের স্মৃতিই আমাদের সচেতন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

