প্রতিদিনের ডেস্ক
পেহেলগাম কাণ্ডের পরে ভারতে পাকিস্তানের শিল্পীরা নিষিদ্ধ হন। থমকে যায় ‘আবির গুলাল’ ছবির মুক্তি। ছবিতে বাণী কাপুর পাক অভিনেতার সঙ্গে অভিনয় করে কটাক্ষের মুখে পড়েন। সেই কটাক্ষের জবাব পরোক্ষভাবে দিয়ে বাণী বলেন, শেষ কয়েক মাস এবং এ বছরে সমাজমাধ্যমের সবকিছুই বেশ জটিল হয়ে গেছে। ঘৃণার বিষয় লোকজন একটু শান্ত হবে, এই আশা করি।

