১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রতীকী ম্যারাথনের মধ্য দিয়ে যশোরে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে যশোরে অনুষ্ঠিত হয়েছে এক প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পালবাড়ী মোড় থেকে শুরু হয়ে ম্যারাথনটি টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়। ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃআজাহারুল ইসলাম। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক মাইলফলক, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং অধিকার আদায়ের সংগ্রাম প্রতিফলিত হয়েছে। শহীদদের আত্মত্যাগ স্মরণে এ ধরনের কর্মসূচি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ রফিকুল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, জেলা ক্রীড়া অফিসার মোঃ খালিদ জাহাঙ্গীর, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খান মিজানুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ এবং জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক মোঃ নুরুজ্জামানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গণঅভ্যুত্থান ছিল দেশের জনগণের অধিকার আদায়ের গৌরবোজ্জ্বল অধ্যায়। আজকের প্রতীকী ম্যারাথনের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং গণতন্ত্র রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়