১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

জেরিন খানের ‘না’

প্রতিদিনের ডেস্ক
রক্ষণশীল পরিবারের মেয়ে ছিলেন অভিনেত্রী জেরিন খান। সেই পরিবারে বড় হয়েও সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। ‘হেট স্টোরি-৩’ ছবিতে অভিনয় করার আগে মায়ের সঙ্গে কথা বলেছিলেন তিনি। ক্যাটরিনা কাইফের মতো দেখতে নাকি জেরিন- এই পরিচিতি ছিল তার এক সময়ে। সেই ভাবমূর্তি কাটিয়ে উঠতেই তার কাছে আসতে থাকে শুধুই খোলামেলা দৃশ্যে অভিনয় করার প্রস্তাব। ‘হেট স্টোরি-৩’ ছবিতে খোলামেলা দৃশ্যে দেখা গিয়েছিল তাকে। তারপর থেকে এ ধরনের চরিত্রের বেশ কয়েকটি ছবির প্রস্তাব আসে তার কাছে। কিন্তু ‘টাইপকাস্ট’ হতে চাননি অভিনেত্রী। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হেট স্টোরি-৩’ ছবিতে সহ-অভিনেতারা সহযোগিতা করেছেন সাহসী দৃশ্যের সময়ে। আড়ষ্ট ছিলেন জেরিন। তিনি বলেন, আমার কাজের দরকার ছিল। আমার সামনে পরিচালক বা প্রযোজকদের লাইন ছিল না। তারপরে মায়ের সঙ্গে কথা বলি। কথা বলে অনেকটা সাহস পেয়েছিলাম। তারপর ছবিটা করি। জেরিন জানান, এরপর ‘আকসর-২’ ছবিতেও ফের সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় তাকে। তবে, এখন আর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি নন তিনি। জেরিন বলেন, অযথা আমি ঘনিষ্ঠ কিংবা খোলামেলা হতে রাজি নই। কিন্তু বলিউডে অযথাও এ ধরনের দৃশ্য রাখা হয়। এর সঙ্গে আমি নেই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়