১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

হাইপারওএসসহ আসবে পকো এক্স৬ প্রো

প্রতিদিনের ডেস্ক
কয়েকদিন থেকে এক্স৬ সিরিজের ডিভাইস আনার বিষয়ে জানিয়ে আসছে পকো। এবার আনুষ্ঠানিকভাবে এ সিরিজ উন্মোচনের বিষয়টি নিশ্চিত করেছে শাওমি। ১১ জানুয়ারি বিশ্ববাজারে ডিভাইসটি উন্মোচন করা হবে এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে হাইপারওএস। খবর গিজচায়না।
শাওমি ও পকোর ডিভাইসে এতদিন এমআইইউআই ব্যবহার করা হতো। অপারেটিং সিস্টেম আপডেটের অংশ হিসেবে চীনের কোম্পানিটি কাস্টম অ্যান্ড্রয়েড ওএস তৈরি করে। চীনের বাজারে ১৪ সিরিজের সঙ্গে হাইপারওএস নিয়ে আসে শাওমি। তবে চীনের বাইরে পকো এক্স৬ প্রো নতুন ওএসচালিত প্রথম ডিভাইস নয়। ভারতের বাজারে এ অপারেটিং সিস্টেম চালিত নোট ১৩ সিরিজ উন্মোচন করেছে কোম্পানিটি। তবে সংশ্লিষ্টদের মতে, বিশ্ববাজারে নতুন ওএস-যুক্ত প্রথম স্মার্টফোন হবে এটি।
পকো এক্স৬ সিরিজে দুটি ডিভাইস থাকবে বলে সূত্রে জানা গেছে। শাওমির পক্ষ থেকে এক্স৬ প্রোর কিছু বৈশিষ্ট্যের বিষয়ে জানানো হয়েছে। এতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হতে পারে। কোম্পানিটির দাবি, এটি মিডরেঞ্জ প্রসেসর হলেও ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স পেতে সহায়তা করবে। অন্য কথায় আনটুটু বেঞ্চমার্ক টুলে প্রসেসরটির স্কোর ১৪ লাখ ৬৪ হাজার ২২৮ পয়েন্ট। এর মাধ্যমে আরেকটি বিষয় পরিষ্কার যে এটি রেডমি কে৭০ই-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়