১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সতীঘাটা মাধ্যমিক স্কুলের দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

শামিম হোসেন, কুয়াদা
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যশোর সদরের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) এ লক্ষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাসুদুর রহমান শামীম, অবসরপ্রাপ্ত ব্যাংকার শাহাজান সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ি নূর নবী চৌধুরী, খরিচাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন হিমুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিন দু’শিক্ষক রবিকর মন্ডল এবং মশিয়ার রহমান’কে সংবর্ধনা প্রদান করা হয়। এরপূর্বে পৃথকভাবে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, রামকৃষ্ণ রায় ও তোরাব আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সভা পরিচালনা করেন, সহকারি শিক্ষক কামরুজ্জামান। অনুষ্ঠানে অভিভাবক সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়