১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ৩৫৭ ফিলিস্তিনি নিহত

প্রতিদিনের ডেস্ক
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৯০৩ জন আহত হয়েছেন বলে রবিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। অক্টোবর ১০ তারিখে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এসব হতাহতের ঘটনা ঘটে বলে আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে।গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনী এ সময় ৩৮ জনকে নির্বিচারে আটক করেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের ৫৯১টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে।এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে— বেসামরিক মানুষের ওপর সরাসরি গুলিবর্ষণ,বাড়িঘর ও তাবুতে হামলা, গোলাবর্ষণ, ঘরবাড়ি ভেঙে ফেলা।
তাদের মতে, এই সব লঙ্ঘন প্রমাণ করে যে ইসরায়েল ‘চুক্তিকে দুর্বল করে দিতে এবং গাজায় একটি রক্তাক্ত পরিস্থিতি তৈরি করতে’ বদ্ধপরিকর, যা এই অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।সরকারি মিডিয়া অফিস আরো বলেছে, যুদ্ধবিরতি উপেক্ষা করে বারবার পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে, যাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ বাড়ানো যায় এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে শাস্তি দেওয়া যায়। এটি জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন।
উল্লেখ্য, তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সমর্থনে ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে দুই বছরের ইসরায়েলি হামলায় ৭০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন; যাদের অধিকাংশই নারী ও শিশু।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়