ঝিনাইদহ সংবাদদাতা
গতকাল ঝিনাইদহে দিনব্যাপী পালা নাট্যের অভিনয় পদ্ধতি ও নির্মাণ কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অংকুর নাট্য একাডেমি,ঝিনাইদহের আয়োজনে সোমবার সকাল ১০টায় প্রান্তিক কনভেনশন হল ঝিনাইদহে দিনব্যাপী পালা নাট্যের অভিনয় পদ্ধতি ও নির্মাণ কৌশল বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিহঙ্গ ঝিনাইদহের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, কাঞ্চনপুর নাট্যদলের সাধারণ সম্পাদক তারেক পল্লব ও কবি রাকিব হাসান। কর্মশালার মূখ্য প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন দেশ বরেণ্য পালাকার সায়িক সিদ্দিকি। সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন সহ-সভাপতি, অংকুর -ঝিনাইদহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অংকুরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন জুলিয়াস। সার্বিক সহযোগিতায় মীর আব্দুল মান্নান, নাট্য সম্পাদক, অংকুর-ঝিনাইদহ।কর্মশালাতে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। এধরণের আয়োজন ঝিনাইদহে প্রথম বলে আয়োজকেরা মনে করেন।

