প্রতিদিনের ডেস্ক:
মর্মান্তিক পরিণতি! বোন অমনদীপ সোহির মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রয়াত আরেক বোন ডলি সোহি। দুই অভিনেত্রী বোনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া হিন্দি টেলিভিশন জগতে। টেলিজগতের জনপ্রিয় অভিনেত্রী ডলি সোহি এবং অমনদীপ সোহি। বৃহস্পতিবারই মৃত্যু হয়েছে অমনদীপের। আর শুক্রবার সেই খবর প্রকাশ্যে আসার ঘণ্টা খানেকের মধ্যেই মারা গেলেন ডলি সোহি। যিনি ‘পরিণীতি’, ‘ঝনক’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের পরিচিত মুখ।

