১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মহেশপুরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

আব্দুস সেলিম, মহেশপুর
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বক্তব্য রাখেন কমিশনার (ভূমি) শরীফ শাওন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান , সামসুল আলম মৃধা, গোলাম হায়দার নান্টু, মিজানুর রহমান, জামিরুল ইসলাম, সালহউদ্দিন, মাজহারুল ইসলাম স্বপন, নাজমুল হুদা জিন্টু,আজমপুর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম প্রমুখ। সভা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের জন্য ৮০টি ব‌ই ও ১০টি মুক্তিযুদ্ধের স্থিরচিত্র হস্তান্তর করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়