নিজস্ব প্রতিবেদক
মণিরামপুরের গোপালপুর স্কুল এন্ড কলেজের ছাত্রী সাবিনা ইয়াসিমন আত্মহত্যা প্ররোচনার অভিযোগে অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার ছাত্রীর পিতা বাগডাাঙ্গা পাড়িয়ালি গ্রামের জলিল গাজী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মেছবাহুল ইসলাম পারভেজ।
আসামিরা হলো, কলেজের অধ্যক্ষ রামনাথপুর গ্রামের মৃত কাওছার ডাকাতের ছেলে রেজাউল করিম, একই গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী প্রভাষক তাসলিমা খাতুন ও রামনাথপুর গ্রামের আব্দুল গফুর মোড়লের ছেলে প্রভাষক ইসরাইল হোসেন। মামলার অভিযোগে জানা গেছে, বাগডাঙ্গা পাড়িয়ালি গ্রামের সাবিনা ইয়াসমিন গোপালপুর স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। গত ৩০ মার্চ ওই ছাত্রীর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। এদিন সকলে সে পরীক্ষা দিতে সকালে বাড়ি থেকে কলেজে যায়। পরীক্ষা চলাকালিন সময়ে অসদ উপায় অবলম্বন করায় পরীক্ষায় ডিউটিরত শিক্ষক তরা খাতা কেড়ে নেয়। এসময় সাবিনা নিজের ভুল শিকার করে খাতা ফেরত চান শিক্ষকের কাছে। এ সময় হলে ডিউটিরত দুই শিক্ষক তাকে গালিগালাজ করে হল থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে সাবিনা বাড়ি ফিরে এটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষসহ অপর দুই শিক্ষকের অবহেলা ও আত্মহত্যা প্ররোচনা দেয়ার সাবিন বাড়ি এসে আত্মহত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

