গ্রীলের তালা ভেঙ্গে দিনে-দুপুরে চুরি ৫ লক্ষ টাকার মালামাল নিয়েগেছে

0
13

খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বুচিতলায় মা মঞ্জিলে দিনে দুপুরে দুর্ধষ চুরির খবর পাওয়া গেছে। গতকাল ৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টার মধ্যে মাত্র এক ঘন্টার মধ্যে বুচিতলার কুয়েত প্রবাসী রহিম ফরাজীর বাসার গ্রীলের তালা ভেঙ্গে এ চুরি সংগঠিত হয়। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে আসনে। স্থানীয়রা জানিয়েছেন, ৬ এপ্রিল শনিবার বেলা সোয়া ১১টার দিকে বুচিতলার মা মঞ্জিলের রহিম ফরাজির স্ত্রী মিনু আক্তার বাড়ীর মেইন গেটে এবং ঘরে প্রবেশদ্বারের গ্রীলে তালা দিয়ে তার মেয়েকে নিয়ে পার্শবর্তি মায়ের বাড়ীতে যান। বেলা পৌনে ১২্টার দিকে রহিম ফরাজির মেয়ে বাড়ীর মেইন গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখে ঘরে প্রবেশদ্বারের গ্রীলের তালা ভাঙ্গা এবং একটি স্বাবল ফেলা রাখা আছে। মিনুর মেয়ে ভয়ে ঘরে প্রবেশ না করে দৌড়ে তার মায়ের কাছে গিয়ে বিষয়টি জানায়। মিনু দ্রুত বাসায় এসে দেখে দুটি ঘরের আলমেরী, অড্রোপ, ওয়ালশোকেচের তালা ভেঙ্গে সকল মালামাল তছনছ করে ঘরের মধ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলা রাখা। রহিম ফরাজীর স্ত্রী মিনু জানায়, বাড়ীর ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে ঘরের গ্রীলের তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে অজ্ঞাতনামা চোর। চোর দুটি ঘরের সকল জিনিসপত্র তছনছ করে আলমেরী এবং অড্রোপের মধ্যে থাকা নগদ ২২হাজার টাকা, ব্যাংকে জমানো ৪হাজার টাকা, স্বর্ণের দেড়ভরী ওজনের একজোড়া রুলি, ৫ আনার দুই জোড়া কানের দুল, ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৫ আনা ওজনের একটি আংকটি, ৮ আনা ওজনের স্বার্ণের বেচলেট একটি, নাকফুল ৯টি, ৬ ভরী রুপা, ল্যাপটপ, ঈদ মাকেটের নতুন কাপুড়চোপড়সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আড়ংঘাটা থানার এস আই লুৎফুল হায়দার, স্থানীয় জনপ্রতিনিধি জি এম এনামুল কবির। ইউপি সদস্য এনামুল কবির বলেন, ঈদকে সামনে রেখে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে, সংঘবদ্ধ চোর এলাকায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন বাসা বাড়ীতে নজরদারীতে রেখেছে। ঘুরাঘুরির এক পর্যায়ে বাসাবাড়ীর মানুষ যখন ঘরে তালা দিয়ে বাহিরে চলে যাচ্ছে সাথে সাথে বাসা ফাকা পেয়ে যে কোন উপারে ঢুকে পড়ছে বাসাতে এবং নির্বিগ্নে চুিির করে নিয়ে যাচ্ছে। তিনি ঈদকে সামনে রেখে পুলিশি টহল আরো জোরদার করার আহবান জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।