১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভোটারদের হুমকি দেয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় আ’লীগ নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়া এবং আগের রাতে হুমকি দেয়ার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেনকে আটক করা হয়েছে। বুধবার (৮ মে) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের কাটপোল ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এই সভাপতিকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ। তিনি জানান, কাটাপোল গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে শাখাওয়াত হোসেনকে দুটি অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে ৷ তিনি নির্বাচনের আগের দিন রাতে ভোটারদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিলেন এবং সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছিলেন বলে অভিযোগ ছিল। তিনি আরও জানান, শাখাওয়াত হোসেনকে জীবননগর থানা হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়