১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

রাজগঞ্জ আঞ্চলিক বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ আঞ্চলিক বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাজগঞ্জ বাজারে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকার শান্তিশৃংখলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের সাথে সম্পৃতি গড়ার লক্ষে‍ একাত্ব হয়ে কাজ করতে সোমবার বিকেলে রাজগঞ্জ বাজারে ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্জ কফিল উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির ও যুগ্ন আহবায়ক আল আমিন এর পরিচালনায় সম্প্রতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস‍্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল গফুর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। আরো উপস্থিত থেকে বক্তব‍্য রাখেন, জেলা কৃষক দলের নেতা মোত্তালেব গাজী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা বিএনপি সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক, শামসুর রহমান শান্ত, মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস‍্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক জুলফিকার আল, সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজী, ছাত্রদলের সদস্য সচিব ইউনুস আলী জুয়েল, রাজগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার পরিমল সাধু, সহ-সভাপতি ও রাজগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক সুকেশ দাস, মাস্টার নিল রতন সিংহ, বিএনপি নেতা আলাউদ্দীন ওরফে আলা, যুবদল নেতা রিপন হোসেন। উল্লেখ‍্য এদিন দুপুর থেকে রাজগঞ্জ এলাকার সকল ইউনিয়ন থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা আসতে শুরু করে। বিকাল হতেই সমাবেশ স্থল লোকে লোকারন্ন হয়ে পরিপূর্ণ‍্য হয়ে যায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়