১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

বুবলীর বার্তা

প্রতিদিনের ডেস্ক
শুরু হলো ২০২৪। সবাই নতুন আশা নিয়ে শুরু করছে বছরটি। নতুন বছর উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি লিখেছেন- আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই। আমাকে ও আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এত সুন্দর করে তোলার জন্য। তিনি আরও লিখেছেন, ২০২৪ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি। গেল বছরটি ভালো-মন্দ মিলিয়ে কেটেছে বুবলীর। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থেকেছেন। বছরটিতে একাধিক সিনেমা মুক্তি পেলেও ‘প্রহেলিকা’ সিনেমার মাধ্যমে বেশি নজর কেড়েছেন বুবলী।
চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটিতে তার নায়ক ছিলেন মাহফুজ আহমেদ। গত বছরের শেষ দিকে এসে নতুন সিনেমা ‘পুলসিরাত’ এ চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়