১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

নড়াইলে গাঁজাচাষি গ্রেফতার

এসকে সুজয়, নড়াইল
নড়াইলের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কালিয়া উপজেলার কলিমন গ্রামে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ (৩৮) নামে এক গাঁজাচাষিকে গ্রেপ্তার করেছে। বুধবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে নিজ জমিতে চাষকৃত গাঁজার পরিচর্ষাকালে ক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ কালিয়া থানার চাচুড়ী ইউপির কলিমন গ্রামের মৃত লায়েক হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার এসআই মো.ফারুক হোসেন, এএসআই আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে তার জমি থেকে গাঁজার গাছসহ আটক করে। নড়াইল গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বলেন, কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার সকালে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়