১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে সরকারি খাল দখল মুক্ত করার দাবী এলাকাবাসী

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গৌরীপুর গ্রামে অবস্থিত জনসাধারণের ব্যবহার্য ও পানি নিষ্কাসনের একমাত্র সরকারি খালটি পুনরায় দখল মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর গৌরীপুর গ্রামের দীপংকর, মোঃ নূরুল আলম, মেঘনাথ, অরুন কুমার মন্ডল, নিমাই চন্দ্র মন্ডল, মোরশেদ, আব্দুল হামিদ ও শহিদুল লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জানাজায়, ১নং ভূরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গৌরীপুর গ্রামের মিস্ত্রী বাড়ী সংলগ্ন তিন রাস্তার মোহনা হইতে প্রবাহমান খালটি দীর্ঘ দিন যাবৎ ভূমিদস্যু কর্তৃক দখল হয়ে ছিল। গত বর্ষা মৌসুমের পূর্বে ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফরুল আলম বাবু খালটি জন সাধারণের জন্য উন্মুক্ত করলেও বর্তমানে খালটি পুনরায় দখল হতে চলেছে। ভ্যাকু মেশিন দ্বারা খালের মধ্যে দিয়ে ভেড়ি বাঁধ উঠিয়ে দখল অব্যহত রেখেছে মোজাম্মেল হক মিস্ত্রি । অভিযোগে আরও জানাজায় খালটি এভাবে দখল করে নেয়া হলে বর্ষার মৌসুমে এ এলাকার ধান চাষ সম্ভব হবে না। তাছাড়াও বর্ষার মৌসুমে এ এলাকায় ঘর বাড়ি, রাস্তা ঘাট পানিতে নিমজ্জিত হবে। স্থানীয়রা জানান, মোজাম মিস্ত্রী ভ্যাকু মেশিন দ্বারা খালের পানির গতিপথ রুদ্ধ করে চলেছেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর নির্দেশে কাজটি বর্তমানে বন্ধ রয়েছে। জনসাধারণের ব্যবহার্য ও পানি নিষ্কাসনের একমাত্র খালটি দখলমুক্ত করে পানি চলাচলের সুযোগ সৃষ্টিতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়