১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

উচ্চ আদালতের রায়ে পদ ফিরে পেলেন রদ্রিগেজ

প্রতিদিনের ডেস্ক
ব্রাজিলের ফুটবলে মাঠের অবস্থা মোটেই ভালো যাচ্ছে না। একই অবস্থা মাঠের বাইরেও। দুঃসময়ের ভেতর দিয়েই যাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সেখানে টালমাটাল অবস্থা। দেশটির ফুটবল প্রধান এদনালদো রদ্রিগেজ একবার বরখাস্ত হয়েও উচ্চ আদালতের রায়ে আবার ফিরে পেয়েছেন তার পদ। ২০২৩-এর ডিসেম্বরে রিও ডি জেনেইরো আদালতের রায়ে সিবিএফ প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন। ব্রাজিল সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় সেই পদ ফিরে পেতে যাচ্ছেন রদ্রিগেজ। ব্রাজিলের বিচারমন্ত্রী গিলমার মেন্দেজ এই আদেশ দিয়েছেন। এমনটাই জানিয়েছে রয়টার্স। কেন বরখাস্ত হওয়ার পর তাকে আবার ফেরানো হলো? এমন প্রশ্নের জবাবে মেন্দেজ জানিয়েছেন, রদ্রিগেজকে আগের পদে ফেরানো না হলে এ বছরের অলিম্পিকে ব্রাজিলের খেলার ঝুঁকি রয়েছে। চলতি বছরে জুলাই-আগস্টে প্যারিসে শুরু হচ্ছে ২০২৪ অলিম্পিক।
উল্লেখ্য, ২০২১ সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন রদ্রিগেজ। এরপর তিনি ২০২২ সালে সরাসরি সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২৬ পর্যন্ত তার মেয়াদ রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়