১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

মাগুরায় জয়ী সাকিব ও বীরেন শিকদার

মাগুরা প্রতিনিধি
মাগুরার দুইটি আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান ও বীরেন শিকদার। রোববার (৭ জানুয়ারি) মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীকে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পাঁচ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন। অন্যদিকে, মাগুরা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদার নৌকা প্রতীকে এক লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী লাঙ্গল প্রতীকে ১৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়