১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

চুয়াডাঙ্গার ২ আসনে নৌকার জয়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দুটি আসনে আবারও নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ৯৬ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগারওয়ালা পেয়েছেন ৭২ হাজার ৭৬৮টি ভোট। চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলী আজগার টগর ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হাসেম রেজা পেয়েছেন ৫৮ হাজার ৮৯৫ ভোট। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড কিসিঞ্জার চাকমা বলেন, জেলার দুটি আসনের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জনের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২ লাখ ৩৫ হাজার ৮১৭ জন। এতে প্রদত্ত ভোটের শতকরা হার ৪৯ শতাংশ। অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জনের মধ্যে ভোট প্রয়োগ করেন ২ লাখ ১৩ হাজার ৪৮৩ জন। এখানে প্রদত্ত ভোটের হার ৪৬ শতাংশ। এ দুটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১৫ জন (চুয়াডাঙ্গা-১ আসনে ৬ জন ও চুয়াডাঙ্গা-২ আসনে ৯ জন) প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়