‘টার্নিং উইকেটে ব্রডম্যান হয়ে যায় রোহিত’

0
21

প্রতিদিনের ডেস্ক
ভারতের ক্রিকেট ইতিহাসের সেরাদের একজন রোহিত শর্মা। তর্ক সাপেক্ষে হয়তো এই সময়ের সেরাদেরও একজন বলতে পারেন। কিন্তু রোহিতকে ক্রিকেট ইতিহাসের সেরাদের কাতারে রাখার সুযোগ নেই। তাই আপনি চাইলেও রোহিতের ক্যারিয়ারকে স্যার ডন ব্রডম্যানের সঙ্গে তুলনা করতে পারবেন না। তবে একটা জায়গায় ব্রডম্যানের সঙ্গে রোহিতের মিল খোঁজে পেয়েছেন মন্টি পানেসার। টার্নিং ও স্পিন সহায়ক উইকেটে উপমহাদেশের ব্যাটাররা বরাবরই দুর্দান্ত খেলেন। রোহিতও তার ব্যতিক্রম নয়। পানেসার মনে করেন, টার্নিং উইকেটে রোহিত এতটাই ভালো ব্যাটিং করেন যে তাকে ব্রডম্যানের মতো অতমানবীয় মনে হয়। সামনেই ভারতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এই সিরিজের উইকেটগুলো টার্নিং ও স্পিন সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পানেসার বললেন, উইকেট টার্নিং হলে সবার আগে রোহিতের উইকেট নিতেই মনোযোগ দিতে হবে ইংলিশ বোলারদের।
তিনি বলেন, ‘টার্নিং বলের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা সাধারণত আগ্রাসী ব্যাট করে থাকে। একটু বেশিই ভয়ডরহীন থাকে তারা। ভারতের জন্য গুরুত্বপূর্ণ হবে রোহিত শার্মা। টার্নিং উইকেটের ডন ব্র্যাডম্যান বলা যায় তাকে। তার রেকর্ড অবিশ্বাস্য।’ ‘সিরিজ জয়ের সুযোগ তৈরি করতে হলে ইংল্যান্ডকে সিরিজজুড়েই রোহিতকে দ্রুত ফেরাতে হবে। ইংল্যান্ড যদি রোহিতকে শান্ত রাখতে পারে, ভারত তাহলে ‘প্ল্যান বি’ বেছে নিতে বাধ্য হবে। ভারতের তরুণ ব্যাটসম্যানদেরও তখন চাপে রাখা যাবে। এটিই হবে এই সিরিজে গুরুত্বপূর্ণ।’-আরো যোগ করেন ইংল্যান্ডের সাবেক এই স্পিনার।