সাকিবের বিশ্বরেকর্ডে ভাগ বসাতে পারেন নবি

0
15

প্রতিদিনের ডেস্ক
ভারতের বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। এই সিরিজে ব্যাটে-বলে পারফর্ম করতে পারলে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের বিশ্বরেকর্ডে ভাগ বসানোর সুযোগ আছে মোহাম্মদ নবির। ৩৯ বছর বয়সী আফগান অলরাউন্ডার এখন পর্যন্ত দেশের হয়ে ১১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১০৪ ইনিংসে ব্যাট করে ১৮৭৭ রান সংগ্রহ করেছেন তিনি। সেই সঙ্গে ১০৬টি ইনিংসে বল করে পেয়েছেন ৮৮ উইকেট। ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে আর ১২৩ রান করতে পারলে টি-টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন নবি। আর ৩ ম্যাচে ১২টি উইকেট নিলে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি উইকেটের গণ্ডি ছোঁবেন। নবি যদি ২০০০ রান ও ১০০ উইকেটের গণ্ডি ছুঁতে পারেন, তবে সাকিব আল হাসানের পরে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই ডাবল পূর্ণ করবেন। এখন পর্যন্ত বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০-এর বেশি রান ও ১০০-এর বেশি উইকেট নিয়েছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ঝুলিতে রয়েছে ২৩৮২ রান ও ১৪০টি উইকেট।