খুবিতে আইকিউএসির উদ্যোগে ‘ওরিয়েন্টেশন টু এমএস অফিস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
24

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ওরিয়েন্টেশন টু এমএস অফিস’ শীর্ষক দু’দিনব্যাপী এক প্রশিক্ষণের প্রথম দিন আজ ১৫ জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এসময় তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সকলের জন্য কম্পিউটার শিক্ষা অত্যন্ত জরুরি। আমাদের প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলেরই কম্পিউটারে দক্ষ হয়ে উঠতে হবে। তিনি আরও বলেন, সময়ের সাথে প্রযুক্তির বিবর্তনে নিজেদের খাপ খাওয়ানো বড় একটা বিষয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নিজেদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা বিনিময় করা সম্ভব হয়। পরে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। এর আগে সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. সারওয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ। প্রশিক্ষণে মোট ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।