আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট শিকার জোসেফের

0
19

প্রতিদিনের ডেস্ক
নিজের স্মরণীয় দিনকে আরও বেশি স্মরণীয় করে তুললেন ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্রই অভিষেক ঘটেছে এই ফাস্ট বোলারের। তাও আবার অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। সেই অভিষেক ম্যাচেই চমক দেখালেন জোসেফ। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বলেই তুলে নিলেন উইকেট। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামা স্টিভ স্মিথকে ১২ রানের মাথায় ফেরালেন তিনি। অস্ট্রেলিয়ার ইনিংসের নবম ওভারে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের বোলিং ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন জোসেফ। বল হাতে গুড লেন্হে প্রথম ডেলিবারি তার। সেই বল স্মিথের ব্যাটের কানায় লেগে চলে যায় থার্ড স্লিপে। সেখান থেকে বলটি তালুবন্দি করেন এই ম্যাচে অভিষিক্ত আরেক ক্রিকেটার জাস্টিন গ্রেভস। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট শিকার করার রেকর্ড গড়লেন জোসেফ। তার আগে ১৯৩৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট শিকার করেছিলেন ট্রেরিল জনসন। এছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসের ২৩তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন জোসেফ। অভিষেক ম্যাচে ব্যাট হাতেও দারুণ খেলেছেন জোসেফ। ২৪ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার দলের দুর্দিনে কেমার রোচের সঙ্গে ৫৫ রানের দুর্দান্ত জুটি গড়েছেন। এই জুটিতে জোসেফের অবদান ছিল ৩৬ রানের।