৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মেহেরপুরে চালের আড়তে অভিযান, জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
সারাদেশে চালের অবৈধ মজুত প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করছে খাদ্য অধিদপ্তর, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর। এরই অংশ হিসেবে মেহেরপুরে অনুমোদন বহির্ভূতভাবে চাউল মজুদ, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রির ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সদর উপজেলার বমনপাড়ার মেসার্স এম ট্রেডার্স নামক চালের আড়তে খাদ্য বিভাগের অনুমোদন বহির্ভূতভাবে চাল মজুদ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রি ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ১৫ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়