প্রতিদিনের ডেস্ক
ভারতের অযোধ্যায় গিয়েই যেন ফাঁসলেন অভিনেত্রী। প্রেমের কথা ফাঁস করতে হলো তাকে। রাম মন্দির উদ্বোধনের দু’দিন আগেই কঙ্গনা রানাউত গিয়েছিলেন অযোধ্যায়। মাহেন্দ্রক্ষণে যখন পুষ্পবৃষ্টি হচ্ছে, আনন্দ যেন থামছে না তার। সেখানে অন্য বলিউড তারকাদের সঙ্গে তাকে এক মুহূর্তও দেখা যায়নি। বিশিষ্ট ব্যবসায়ী ‘ইজ মাই ট্রিপ’র কর্ণধার নিশান্ত পিত্তির সঙ্গে তাকে দেখা যায়। এরপরই খবর রটে, তিনি নাকি নিশান্তের সঙ্গে সম্পর্ক রয়েছেন! তারপর থেকেই অভিনেত্রীকে নিয়ে নানা প্রশ্ন। প্রেম নিয়ে এমন খবরের মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন কঙ্গনা নিজেই। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী জানান, নিশাতের সঙ্গে তার প্রেমের খবর আদতে ভুয়া। অন্যজনের সঙ্গে নিজের প্রেমের কথাটাও স্বীকার করেন তিনি।
কঙ্গনা বলেন, এইসব ভুয়া খবর ছড়াবেন না। নিশান্ত নিজের ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দারুণ সুখী। আমি অন্য কারও সঙ্গে প্রেম করছি। সঠিক সময় আসুক, তারপর আপনাদের জানাবো। একজন যুবতী মেয়ের সঙ্গে প্রতিদিন নিত্যনতুন পুরুষের নাম জড়ানো একেবারেই ঠিক না। আমরা শুধু ছবি তুলেছি মাত্র। অযথা, লজ্জা দেবেন না আমাদের। এটা নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন নেই। প্রসঙ্গত, এবার কঙ্গনা ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। এটি প্রযোজনাও করছেন তিনি। আর এই ছবির জন্য সব বন্দক রেখেছেন অভিনেত্রী।