নির্যাতন সংখ্যালঘুদের নিয়তিতে পরিণত হয়েছে : শ্যামল দত্ত

0
19

প্রতিদিনের ডেস্ক
যে কোন বাঁক নেয়ার সময় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়। এটি সংখ্যালঘুদের নিয়তি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। ‘নির্বাচন, সহিংসতা মানবাধিকার: উত্তরণের পথ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে আমরা যে আশঙ্কা করেছিলাম সেটিই বাস্তবে হলো। বিএনপি-জামাত নির্বাচনে অংশ না নিলে সহিংসতা হয়না এটি ঠিক নয়। ২০১৪ সালেও তারা নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু সহিংসতা হয়েছে। নির্যাতনের শিকার হওয়া সংখ্যালঘুদের নিয়তিতে পরিণত হয়েছে। বর্তমান শিক্ষা কারিকুলামের প্রশংসা করে শ্যামল দত্ত বলেন, ‘গত কয়েকদিন যাবত শিক্ষা কারিকুলাম নিয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তার একটি ইতিবাচক দিকও আছে। কারণ আমি মনে করি, তারা যত প্রতিক্রিয়া দেখাবে এর মানে আমরা ঠিক পথেই আছি‌।’ সংখ্যালঘু কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘কমিশন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়। রাষ্ট্রের নীতি বা দর্শন পরিবর্তন না হলে কমিশনের সুফল মিলবে না। যে অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক চেতনা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিলো সেটিই হচ্ছে অন্তরাত্মা। সেটি আমাদের ফিরিয়ে আনতে হবে।’ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয় শনিবার সিরডাপ মিলনায়তনে। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার। পরিষদের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ প্রমুখ ।