অনিয়ম-দুর্নীতিকে আশ্রয় নয়, স্বতন্ত্র এমপিদের প্রধানমন্ত্রী

0
18

প্রতিদিনের ডেস্ক
স্বতন্ত্র সংসদ সদস্যদের কোনো অনিয়ম ও দুর্নীতিকে আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংসদ সদস্যদেরকে দেশের ইতিহাস জেনে এবং সংবিধান আত্মস্থ করে ও সংসদের কার্যপ্রণালী পড়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যের সঙ্গে বৈঠককালে সূচনা বক্তব্যে এসব বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, কোনো অনিয়ম ও দুর্নীতিকে আশ্রয় দেওয়া যাবে না। সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
শেখ হাসিনা বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণে কাজ করতে হবে স্বতন্ত্র সংসদ সদস্যের। স্বতন্ত্র সংসদ সদস্যের এলাকায় কোনো ভূমিহীন- গৃহহীন থাকলে তাদের ঘর দেবে সরকার।