ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেস্টি ট্রিট এর শোরুম চালু

0
22

প্রতিদিনের ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোরুম চালু করেছে দেশের জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনে শোরুমটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, টেস্টি ট্রিটের হেড অব বিজনেস ইব্রাহিম খলিল ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) জিয়াউল হকসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
টেস্টি ট্রিট বিভিন্ন ধরনের কেক, পেস্টি, কুকিজ, বিস্কুট, ডেজার্ট, মিষ্টান্ন ও বেকারি পণ্যের জন্য জনপ্রিয়। এটি দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপের একটি জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড। ফুডপ্রেমীদের কাছে জনপ্রিয় হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টেস্টি ট্রিটের ৩৫৩টি শোরুম চালু রয়েছে।
এ বিষয়ে ইব্রাহিম খলিল বলেন, সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত কেক ও বেকারি সামগ্রী সরবরাহ করায় তরুণ প্রজন্মের কাছে টেস্টি ট্রিট ব্যাপক জনপ্রিয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শোরুম চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ক্যাম্পাসে আগামী দিনে আরও শোরুম চালুর পরিকল্পনা রয়েছে।