প্রতিদিনের ডেস্ক
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুরের মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ওই উপজেলার খুকনী জুগীপাড়ার বাবলু মিস্ত্রির স্ত্রী শ্রীরানী মিতু বিশ্বাস ও শিশু কন্যা ইচ্ছা বিশ্বাস।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, সকালে পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলস নামে একটি বাস ঢাকায় যাচ্ছিল। এসময় মহাসড়কের মাদলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী মিতু বিশ্বাস ও তার শিশু কন্যা ইচ্ছা বিশ্বাস মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।