১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

বাংলাদেশকে এক বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেবে ফ্রান্স

প্রতিদিনের ডেস্ক
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঋণ ও অনুদান মিলে বাংলাদেশকে ১ বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দিতে চায় ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি, এমন তথ্য জানিয়েছেন দেশটির সরকারের জলবায়ুবিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা।সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ফ্রান্স সরকারের জলবায়ুবিষয়ক বিশেষ দূত স্টিফেন এ কথা জানান। এসময় বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার কথাও জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে আছে। এ দেশের উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি বাংলাদেশের পাশে থাকবে।
এ জন্য অনুদান ও ঋণ মিলিয়ে ১ বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেওয়ার কথাও অর্থমন্ত্রীকে জানানো হয়েছে।তিনি বলেন, ফ্র্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বাংলাদেশের উন্নয়নে পাশে আছেন।
এ সময় ঢাকায় নিযুক্ত ফ্রান্স রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইও উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়