কুয়েটে ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

0
16

খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গণিত বিভাগের আয়োজনে বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ বাবুল হাসান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অলিম্পিয়াডের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুর রহমান ও সম্পাদক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। অডিটরিয়ামে অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অলিম্পিয়াডে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল এসভিপি, জনতা ব্যাংক লিমিটেড, ইরা কনস্ট্রাকশন ও এমআরএম ইন্টারন্যাশনাল।