পাইকগাছায় শহীদ দিবসে বইমেলা ও পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা

0
10

আব্দুর রাজ্জাক বুলি, পাইকগাছা
পাইকগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বই মেলা ও পৃথক মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বুধবার সকালে পৌর সদরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হাকিম,সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান,ওসি মোঃ ওবায়দুর রহমানসহ অনেকে।  অন্যদিকে পাইকগাছার ভিলেজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বই মেলা,ফ্রি মেডিকেল ক্যাম্পসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকাল ১০ টায় বই মেলা ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএমএ’র দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মুহাঃ শেখ শহীদ উল্লাহ। শিক্ষক মুজিবর রহমান এর সঞ্চালনা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার,মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ আব্দুল্লাহ আল মামুন তুহিন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় কুমার,প্রধান শিক্ষক আনিছুর রহমান, ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু,বিধান চন্দ্র মন্ডল,শিক্ষক দীপ্তি রানী মন্ডলসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এ কর্মসূচির আয়োজন করেন চতুঙ্কন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার ও ডায়াবেটিস সমিতি। পৌরসভা আয়োজিত টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূলে মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম। এ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ সাবরিনা আক্তার, ডাঃ মোহাম্মদ ওয়াজিবুল্লাহ, ডাঃ মোঃ ফয়সাল কামাল, ডাঃ মেহেদী হাসানসহ খুলনার ডাঃ জেবুন্নেছা জেবু, ডাঃ আবুল কালাম আজাদ, ডাঃ মঈনুল ইসলাম, ডাঃ মশিয়ার রহমান মুকুল, ডাঃ তৌহিদুজ্জামান, ডাঃ তরিকুল ইসলাম, ডাঃ খান রবিউল আউয়াল।