বখশিসকে কেন্দ্র করে যশোরেশরী মন্দিরের স্বেচ্ছাসেবীকে মারধর

0
17

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে দর্শনার্থীদের নিকট থেকে বখশিস গ্রহনের জের ধরে চারুলতা বালা(৫৫) নামের এক স্বেচ্ছাসেবীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বিকালে উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশরী মন্দিরে ঘটনাটি ঘটে। চারুলতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।উপজেলার খাগড়াঘাট গ্রামের আনন্দ মন্ডলের স্ত্রী ঐ নারী প্রায় চল্লিশ বছর ধরে মন্দিরে স্বেচ্ছাসেবী হিসেবে কর্মরত। উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান পরিষদের নেতা রনজিত দেবনাথ জানান বুধবার কুষ্টিয়া, যশোর ও ঝিনাইদাহ থেকে মন্দিরে বেশ কিছু দর্শনার্থী আসেন। বাড়িতে ফিরে যাওয়ার সময় প্রসাদ পেয়ে এসব দর্শনার্থীদের একজন চারুলতাকে খুশি হয়ে বিশ টাকা বখশিস দেন।বিষয়টি তাদের সাথে জানালেও কেন নিয়েছে চড়াও হয়ে অপর স্বেচ্ছাসেবী অপুর্ব সাহা ও খোকন সরদার চারুলতাকে মাটিতে ফেলে বেপরোয়া মারধর করেন। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার স্বামী চারুলতাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এবিষয়ে কথা বলার জন্য বার বার চেষ্টা করা হলেও অপুর্ব সাহার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।